প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
প্রেমের ফাঁদে ফেলে নির্যাতন ও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি ॥ দুই আনসার সদস্য আটক
আনসার সদস্যের শ্যালিকার সাথে প্রেম করায় ক্ষিপ্ত হয়ে প্রেমিক হানিফ পরিবহণের সুপারভাইজার মাহিনুর আলম সাকিবকে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর জেলায় বসবাসকারী মেয়ের আত্মীয় ফোন করে। শাকিব লক্ষ্মীপুর এসে বাস থেকে নামার পর তাকে বেদম প্রহার করে। পরে সেখান থেকে আটকে রেখে চাঁদপুরে নিয়ে আসে। এখানেও একটি রুমের ভেতর দুদিন আটকে রেখে ব্যাপক নির্যাতন চালায়। মুক্তিপণের দুই লক্ষ টাকা দাবি করে পরিবারের কাছে।
৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে অবশেষে শনিবার দুপুরে চাঁদপুর মডেল থানার পুলিশ চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ শীলন্দিয়া গ্রামের গিয়াসউদ্দিন পাটোয়ারীর বাড়ির ভাড়াটিয়া আনসার ভিডিপির সদস্য মোঃ নাজিমের বাসা থেকে শিকলে বাঁধা অবস্থায় অপহৃত মাহিনুর আলম সাকিবকে উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত অপহরণকারী লক্ষ্মীপুর সদরের আনসার ভিডিপিতে সদস্য রাকিব হোসেন ও তার ভাই চাঁদপুর আনসার ভিডিপিতে কর্মরত নাজিমকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
আটককৃত দুজনের স্ত্রী একজন চাঁদপুর পুলিশ লাইনে ও অপরজন লক্ষ্মীপুর জেলার মহিলা পুলিশ সদস্য। এভাবে একজন আইনের লোক হয়ে ক্ষমতার অপব্যবহার করে অপহরণের মতো একটি জঘন্য অন্যায় কাজ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দীর্ঘ দুদিন অমানবিক নির্যাতন চালিয়ে হানিফ পরিবহণের সুপারভাইজার মাহিনুর আলম সাকিবকে আটকে রেখে মারধর করে গুরুতর আহত করে।
এই ঘটনায় অপহৃতের পরিবার জানায়, ফেসবুক ও টিকটক-এর মাধ্যমে লক্ষ্মীপুর সদরে আনসার ভিডিপিতে কর্মরত সদস্য রাকিব হোসেনের শ্যালিকা পূর্ণিমা আক্তারের সাথে সাকিবের পরিচয় হয়। পরে প্রেমের ফাঁদে ফেলে সাকিবকে ফোন করে ডেকে নিয়ে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ করে তুলে চাঁদপুরে রাকিবের ছোট ভাই নাজিমের বাসায় এনে আটকে রাখে। এ সময় নাদিমের স্ত্রী চাঁদপুর পুলিশ লাইন্সের নায়েক সুলতানা আক্তার সাথে ছিলেন। তারা পরিকল্পিতভাবেই সাকিবকে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অবশেষে স্থানীয় এলাকাবাসী ও মডেল থানা পুলিশের সহযোগিতায় অপহরণকারীদের বাসা থেকে সাকিবকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় এই দুই ভাই আনসার ভিডিপির সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পটিয়ার রশিদাবাদ সুমন দন্ডী এলাকার সিরাজুল মোস্তফা খোকনের ছেলে হানিফ পরিবহণের সুপারভাইজার মাহিনুর আলম সাকিবকে আটকে রাখার খবর শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত আনসার ভিডিপি সদস্য নাদিম ও তার ভাই রাকিবকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।