বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুরসহ বিভিন্ন রূটে ঈদে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুরসহ বিভিন্ন রূটে ঈদে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

চাঁদপুরসহ বিভিন্ন রূটে ঈদে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন। চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ ট্রেন চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। বুধবার (১৩ মার্চ) বিকেল ৩টায় রেলওয়ে ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ তথ্য জানান রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, ঈদ যাত্রীসেবা দিতে মোট আট জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ ট্রেন চাঁদপুর-চট্টগ্রাম রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৫ ট্রেনটি চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৬ ট্রেনটি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৭ ট্রেনটি ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৮ ট্রেনটি দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো আগামী ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন থেকে পাঁচ দিন চলাচল করবে।

কক্সবাজার ঈদ স্পেশাল ৯ ট্রেনটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে, কক্সবাজার ঈদ স্পেশাল ১০ ট্রেনটি কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করবে। এই ট্রেন দুটি আগামী ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরের দিন হতে তিনদিন চলাচল করবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১২ ট্রেন কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৪ কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে শুধু ঈদের দিন চলাচল করবে।

এছাড়া ঈদ স্পেশাল ১৫ জয়দেবপুর-পার্বতীপুর রুটে, ঈদ স্পেশাল ১৬ পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদের পূর্বে সাত দিন এবং ঈদের দ্বিতীয় দিন হতে তিনদিন চলাচল করবে। তথ্যসূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়