প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৩১
হেরার আলো
অনলাইন ডেস্ক
৮৬। ‘আল্লাহে ঈমান আন এবং রাসূলের সঙ্গী হইয়া জিহাদ কর’-এই মর্মে যখন কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের মধ্যে যাহাদের শক্তিসামর্থ্য আছে তাহারা তোমার নিকট অব্যাহতি চাহে এবং বলে, ‘আমাদিগকে রেহাই দাও, যাহারা বসিয়া থাকে আমরা তাহাদের সংগেই থাকিব।’