প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভলপমেন্টের মতবিনিময় ও আলোচনা সভা
মতলব দক্ষিণে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভলপমেন্টের মতবিনিময় ও আলোচনা সভা ১৭ ফেব্রুয়ারি বিকেলে মতলব ক্যামব্রিয়ান ইংলিশ ভার্সন স্কুলে অনুষ্ঠিত হয়।
ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভলপমেন্টের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন কবির উপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ জিয়া উদ্দিন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার মাস্টার প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।