প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কুকুরকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু
ফরিদগঞ্জের রূপসায় কুকুরকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ শাহ আলম (৪৮) নামে ব্যাটারিচালিত অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের বেপারী বাড়ি (বুড়ি বাড়ি)-এর মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোবাইকের আরো তিন যাত্রী।
রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাউসারুল আলম কামরুল বলেন, ব্যাটারিচালিত অটোবাইকটি ৩জন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাওয়ার সময় পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে কবরস্থানের দেয়ালের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় অটোবাইক চালকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। এ সময় অটোবাইকের যাত্রী শাহাদাৎ হোসেনসহ দুজন নারী যাত্রীও আহত হয়েছেন। নারীদের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানায় ডিউটিরত কর্মকর্তা (এএসআই) ইভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।