সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

মাহবুব আলম লাভলু ॥
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা শুরু হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাঢ়ীকান্দি দাখিল মাদ্রাসায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করা যাবে না।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। ওইদিন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ্।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহাম্মদ, উপজেলা যুবলীগের সদস্য রেজোয়ান খন্দকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন মহিলা আওয়মী লীগের সভাপতি পারভীন আক্তার, আওয়মী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ওয়াহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ মেম্বার, জেলা মোটর শ্রমিক লীগের সভাপতি মাসুদ সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াছ করুনী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক সোহেল প্রধান, দপ্তর সম্পাদক রিমন বাগ, যুবলীগ নেতা মানিক বাগ, কবির হোসেন, যুবলীগ নেতা জুয়েল, সুমন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সহ-সভাপতি সোহেল রানা বাবু, সাধারণ সম্পাদক মেহেদী হাসন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মিয়াজী প্রমুখ।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়