প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরের নবম শ্রেণিপড়ুয়া নারী শিক্ষার্থীকে অপহরণের এক মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিআই চাঁদপুরের এসআই ফারুক হোসেন জানান, প্রায় এক মাস পূর্বে সদরের আশিকাটির পাইকস্তা এলাকা হতে স্কুলে যাওয়ার পথে শান্তা (১৪) নামের ওই নারী শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে সন্দেহভাজন বখাটেদের নাম উল্লেখ করে মামলা করেন অপহরণকৃত নারী শিক্ষার্থীর মা শাহিনা বেগম। এরপর আদালত মামলাটি পিবিআই চাঁদপুরকে তদন্তের নির্দেশ দিলে ঢাকা দক্ষিণের একটি ভাড়া বাসা হতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকৃত নারী শিক্ষার্থীকে উদ্ধার করেছি। ঘটনায় জড়িত মো. নাঈম (১৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে তাকে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার জবানবন্দি লিপিবদ্ধ করে। তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। এ মামলার অন্যদের গ্রেপ্তারের চেষ্টা ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। সূত্র : দৈনিক কালবেলা।