প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
এই প্রথম ভোটার হয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সমর্থনকারী হয়েছেন মরিয়ম বিনতে রহমান ছোঁয়া। আর এমন একজন গুণী মানুষের নির্বাচনী মনোনয়নপত্রে সমর্থনকারী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছে ছোঁয়া।
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের মধ্য ইচলী এলাকার ভোটার মরিয়ম বিনতে রহমান ছোঁয়া। চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী। এবারই সে প্রথম ভোটার হয়েছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যে মনোনয়নপত্র পূরণ করেছেন সেখানে সমর্থনকারী হিসেবে রেখেছেন এই প্রজন্মের নতুন ভোটার মরিয়ম বিনতে রহমান ছোঁয়াকে। বেছে নিয়েছেন চাঁদপুর সরকারি কলেজের এই শিক্ষার্থীকে।
শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠজনরা বলছেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতিটি কাজই যে আমাদের জন্য একটি মেসেজ, দিকনির্দেশনা, তা এর দ্বারা প্রমাণ হলো। তিনি তাঁর দলীয় অথবা ঘনিষ্ঠজন কাউকে করতে পারতেন। কিন্তু না। তাঁর উদ্ভাবনী চিন্তা এবং এটিও যে সমাজের জন্য একটি মেসেজ হতে পারে সে মানসিকতা থেকে তিনি এই প্রজন্মের প্রথম ভোটারকে বেছে নিয়েছেন। আর এর জন্যে তিনি চাঁদপুর সরকারি কলেজের সম্মান শ্রেণির একজন শিক্ষার্থীকে বেছে নিলেন।
এই মরিয়ম বিনতে রহমান ছোঁয়াকে দেখা গেলো গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের সময়। জেলা রিটার্নিং অফিসার যখন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনির সমর্থনকারী মরিয়ম বিনতে রহমান ছোঁয়ার নাম ডাকলেন, তখন ছোঁয়া দাঁড়িয়ে তার উপস্থিতি জানান দিলো।
বাছাই শেষে ছোঁয়ার কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। ছোঁয়া আনন্দে উদ্বেলিত। পাশাপাশি সে গর্বিত। তাকে মনে হলো যেনো বেশ এক্সাইটেড। তার মাঝে কোনো জড়তা নেই। সে খুব আনন্দ এবং গর্বের সাথে বলল, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আন্টির মতো এমন একজন গুণী মানুষ, এতো বড় মাপের একজন মন্ত্রী, নেত্রীর নমিনেশন পেপারে আমি সমর্থনকারী হয়েছি, এটা আমার জীবনের একটা উল্লেখযোগ্য বিষয়। আমি যে কতটা আনন্দিত এবং গর্বিত তা বলে বুঝাতে পারবো না।