প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী দশম দফায় ৪৮ ঘণ্টাব্যাপী অবরোধ চলছে। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি।
অবরোধের কোনো প্রভাব নেই চাঁদপুরে। লঞ্চ, বাস, ট্রেনসহ অন্যান্য যানবাহন চলাচল অব্যাহত। জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক। অপরদিকে নিরাপত্তা জোরদারে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
অবরোধের সমর্থনে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।