সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০

শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে পিএসসি সদস্য মাকছুদুর রহমান পাটওয়ারী

জ্ঞানার্জনের জন্যে জানার পরিধি বাড়াতে হবে

প্রবীর চক্রবর্তী ॥
জ্ঞানার্জনের জন্যে জানার পরিধি বাড়াতে হবে

বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)-এর সদস্য সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞানপিপাসু হতে হবে। জ্ঞানার্জনের জন্যে জনার পরিধি বাড়াতে হবে। শ্রেণি পাঠক্রমের বাইরে আমাদের অনেক কিছু রয়েছে, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারে। কারণ লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র কয়েক হাজার বিসিএস ক্যাডার হতে পারে। তাই এই ক্যাডার সার্ভিসের জন্যে নিজেকে যোগ্য করে তুলতে হলে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জ্ঞানের পরিধি যতো বাড়বে, ততোই মেধার পরিস্ফুটন ঘটবে।

তিনি বলেন, সরকার দেশ পরিচালনার জন্যে একঝাঁক মেধাবী মুখ দেখতে চায়। আমার বিশ্বাস, বর্তমান প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা সেই আলোর পথে নিজেদেরকে নিয়ে যাবে।

তিনি বুধবার (৬ ডিসেম্বর) ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা যদি লক্ষ্য নির্ধারণ করে এগোতে পারে, তবে অবশ্যই লক্ষ্যে পৌঁছতে না পারলেও কাছাকাছি পৌঁছতে সক্ষম হবে। উদাহরণ আমি নিজেই। আমি স্কুলে পাড়ার সময় থেকেই লক্ষ্য ঠিক করেছিলাম। ফলে আজ আমি বাংলাদেশের সর্বোচ্চ সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব হওয়ার পর সাংবিধানিক পদ সরকারি কর্মকমিশন (পিএসসি)-এর সদস্য হিসেবে কাজ করছি। আমাদের মনে রাখতে হবে, সৎ হওয়া বিশেষ কোনো গুণ নয়, এটা আমার কর্তব্যনিষ্ঠার একটি অংশ। বরং নিজের কর্মের বাইরেও সমাজের জন্যে আমরা কে কী করছি, সেটা দেখার বিষয়। আমি নিজে চেষ্টা করে চলছি সমাজের মানুষদের জন্যে ভালো কিছু করা।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু রোল নম্বর এক বা দুই হলেই সে দেশসেরা হবে, বিসিএস ক্যাডার হবে তা নয়। এখন দিন বদলেছে। পেছনের সারির একজন শিক্ষার্থীও পড়ালেখার প্রতি একনিষ্ঠতা এবং একাগ্রতা থাকলে অনেক দূর যেতে পারবে।

ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে এই মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন খন্দকার মোস্তফা কামাল, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল দেবনাথ, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক নারায়ণ রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়