সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

লড়াই হবে হাড্ডাহাড্ডি ॥ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন বিজয়ী
সোহাঈদ খান জিয়া ॥

আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২টি প্যানেলের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করাসহ ভোট চাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন। কে কার প্যানেলকে বিজয়ী করবেন সেভাবে ভোটারদের মন জয় করার জন্যে ব্যস্ত আছেন। নির্বাচনে ২টি প্যানেল হচ্ছে : বিদ্যালয় প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন চৌধুরীর পরিবারের প্যানেল থেকে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী মোঃ জাবেদ আহম্মেদ সুমন (বি কম অনার্স, এম কম হিসাব বিজ্ঞান, আয়কর আইনজীবী, ঢাকা) প্রতিদ্বন্দি¦তা করছেন। অপর প্যানেলটি হচ্ছে মোঃ সাদ্দাম হোসেন পাটোয়ারীর।

সুমন প্যানেলে অভিভাবক সদস্য পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ও ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আর সাদ্দাম হোসেনের প্যানেল থেকে ৫ জন অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন ৩০৫ জন ভোটার অভিভাবক সদস্যদের ভোট প্রদান করবেন।

এ ব্যাপারে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা, আর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন যারা, তারা হলেন মানুষ গড়ার কারিগর। এই প্রতিষ্ঠান এবং কারিগরদের দ্বারা একজন প্রকৃত মানুষ তৈরি করে আনতে হলে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যারা থাকবেন তাদেরকে অবশ্যই প্রকৃত মানুষ গড়তে কী কী উপকরণ প্রয়োজন সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও মেধা থাকতে হবে। আমি মনে করি, ভোটারদের উচিত এই ধরনের দায়িত্ব পালনে প্রকৃত যোগ্যদেরকেই পরিচালনা পর্ষদে নির্বাচিত করা। আবেগের বশে অযোগ্যদের বসিয়ে দিলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মান সম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হবে।

এ ব্যাপারে বিদ্যালয় প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন চৌধুরী পরিবারের প্যানেলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাবেদ আহম্মেদ সুমন বলেন, আমি আমার মেয়াদকালে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী ৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবেন। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশা করি।

অপর প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ সাদ্দাম হোসেন পাটোয়ারী বলেন, ৭ ডিসেম্বর সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ভোটার তাদের ভোট দিয়ে আমার বিজয় নিশ্চিত করবেন বলে আমি আশাবাদী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান বলেন, ৭ডিসেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন। নির্বাচনে ২টি প্যানেলে অভিভাবকগণ ভোট প্রদান করবেন। সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়