সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খান বোরহানের মনোনয়নপত্র বৈধ
অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা আলহাজ রেদওয়ান খান বোরহানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান। এ সময় আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান সেখানে উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। তৃতীয় ধাপে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানান আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান।

পরে রেদওয়ান খান বোরহানের প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যমকর্মীরা। এ সময় তিনি বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমি গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাঁর যোগ্য প্রার্থীকে তা দিয়েছেন। এবারও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হলেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি এবং যাচাই-বাছাইয়ে তা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৬২ (চাঁদপুর-৩) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি। তিনি সহ এ আসন থেকে দাখিলকৃত ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র থেকে আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান, ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া, জাতীয় পার্টি থেকে অ্যাডঃ মোঃ মহসীন খান, জাকের পার্টি থেকে মোঃ কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আবু জাফর মোঃ মাইনুদ্দিন ও বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে মোঃ মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়