প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও ৪ ডিসেম্বর সোমবার বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান ২ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন ক্রেডিট কার্ড জনিত খেলাপী এবং তৃণমূল বিএনপির এক প্রার্থী মোঃ সেলিমের ঋণ খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন জানান, তার কোনো ক্রেডিট কার্ড নেই। সেজন্যে তিনি আপিল করবেন।
এছাড়া বাকি ৯জনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন : নূরুল ইসলাম বেপারী (জাকের পার্টি), সিআইপি জালাল আহমেদ (স্বতন্ত্র), মুহম্মদ শফিকুর রহমান (আওয়ামী লীগ), আব্দুল গণি (এনপিপি), মোহাম্মদ জাহিদুল ইসলাম (স্বতন্ত্র), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (তরিকত ফেডারেশন), ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), মোঃ আবদুল কাদির তালুকদার (তৃণমূল বিএনপি) ও ড. মোহাম্মদ শাহজাহান (বিএনএম)।