প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরের বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং এ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব ও মুখপাত্র ড. মোহাম্মদ শাহজাহান। গতকাল ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা প্রতিহিংসামুক্ত রাজনীতিকে এগিয়ে নিতে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচনের মাঠে এসেছি। সরকার বলেছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সেই লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমরা সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শেষ পর্যন্ত মাঠে থাকবো। যদি নির্বাচনী বিধি ব্যবস্থা সুষ্ঠু না হয় তখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীল দেশ গড়ার লক্ষ্যে প্রার্থী হয়েছি। ইতিমধ্যে আমরা ব্যাপক সাড়াও পেয়েছি।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপ্রধানে সাংবাদিকদের জনাকীর্ণ উপস্থিতিতে তিনি তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে আরো বলেন, বিভিন্ন দল থেকে পরিচ্ছন্ন ব্যক্তিরা আমাদের (বিএনএম) দলে আসছেন। যাদের নাম আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাই না। তিনি বলেন, রাজনৈতিক হাত অনেক লম্বা। এই লম্বা হাতকে যদি কাজে লাগানো যায় তাহলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমি ফরিদগঞ্জের এমপি হওয়া মানেই চাঁদপুরের এমপি হওয়া। চাঁদপুরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এখানে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তেমন ভালো কিছু গড়ে উঠতে পারেনি। আমি চাঁদপুরের সন্তান, চাঁদপুরকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি ভালো কিছু করতে চাই, আর তার অংশীদার হবেন আপনারা। রাজনীতিতে এসে মানুষের সুবিধা-অসুবিধা যেভাবে দেখা যায়, অন্য কোনো পেশায় থেকে তা বোঝা বা দেখা যায় না। টেকসই উন্নয়ন করতে হলে সৎ মানুষদের রাজনীতিতে আসতে হবে। অন্যের হক আত্মসাৎকারীদের আল্লাহ ক্ষমা করেন না উল্লেখ করে তিনি আরো বলেন, আজকাল অনেক রাজনৈতিক নেতারাই অন্যের হক আত্মসাৎ করতে দ্বিধা করেন না। তার দল বিএনএম ব্যাপক সংখ্যক আসনে বিজয়ী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাতসহ সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, মাহবুবুর রহমান সুমন, শাহদাত হোসেন শান্ত, এমআর ইসলাম বাবু, আব্দুর রহমান, কেএম মাসুদ, শাওন পাটোয়ারী প্রমুখ।