প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ার পালখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ রোস্তম আলী মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর সোমবার। এ উপলক্ষে কলেজের উদ্যোগে সকালে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, বাদ আসর মিলাদ এবং কলেজ মিলনায়তনে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মরহুমের সন্তান ড. সেলিম মাহমুদ, বিশেষ অতিথি পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ আ.ন.ম জাহাঙ্গীর আলম, গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।