প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে চলছে ২য় বিভাগ ক্রিকেট লীগ। ২ ডিসেম্বর শনিবার লীগের প্রথম সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়রকে হারিয়ে ফাইনালে উঠেছে টিম ডাকাতিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমানের পৃষ্ঠপোষকতায় প্রথম সেমি-ফাইনালে লড়াই করে জেলার দুটি একাডেমীর জুনিয়র দু-দল। আজ লীগের ২য় সেমি-ফাইনালে লড়বে একই একাডেমীর দুটি দল। দলগুলো হচ্ছে শেখ কামাল স্পোর্টস একাডেমী রেড ও শেখ কামাল স্পোর্টস একাডেমী গ্রীন। যে দল জয়লাভ করবে সে দলই ফাইনালে উঠবে।
শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র। তারা ২০ ওভার কটি উইকেট হারিয়ে ৭৬ রান করে। বল হাতে টিম ডাকাতিয়ার মহিবুল ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন।
টিম ডাকাতিয়া ৭৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৯ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ৭৭ রান করে। দলের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান রুবেল ঢালী ৩৫ বলে অপরাজিত ৫৫ রান করেন।
সেমি-ফাইনাল উপলক্ষে শনিবার টিম ডাকাতিয়ার প্রধান পৃষ্ঠপোষক ও জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন তার এলাকা ১২নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে মাঠে খেলা দেখতে আসেন। এ সময় তার সাথে চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও একই ওয়ার্ডের বাসিন্দা হাবিব দর্জিসহ স্থানীয়রা মাঠে বসে খেলোয়াড়দের উৎসাহ দেন।