সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মায়া চৌধুরীর বড় ছেলে দিপু চৌধুরী বেঁচে নেই
মাহবুব আলম লাভলু ॥

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম (মায়া চৌধুরী)-এর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজেদুল হোসেন চৌধুরী (দিপু চৌধুরী) চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাজদেুল হক চৌধুরী দিপুর জানাজার নামাজ আজ ৩ ডিসেম্বর বাদ যোহর মতলব উত্তরের মোহনপুর (নিজ বাড়িতে), বিকেল ৩টায় মতলব দক্ষিণ উপজেলা সদরে (ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে) এবং পরদিন ৪ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় গুলিস্তান পার্টি অফিসে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে চির শায়িত করা হবে।

সাজেদুল হোসেন চৌধুরী দীপুর মৃত্যুতে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

দিপু চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন চেয়েছিলেন। তিনি দলীয় মনোনয়ন না পেলেও মনোনয়ন পেয়েছেন তার বাবা। দিপু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ মোঃ হুমায়ুন কবির। আরো শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মনজু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (এসি মিজান), ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার ও মতলব উত্তর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

জেলা আওয়ামী লীগের শোক

আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। দলের পক্ষে গভীর শোক প্রকাশ করছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এক শোক বার্তায় তাঁরা বলেন, আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়