প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আজ ২ ডিসেম্বর শনিবার জাতীয় পার্টি (জাপা)-এর জ্যেষ্ঠ নেতা এস এম আলমের কনিষ্ঠ পুত্র সাদী মোরশেদের ৯ম মৃত্যুবার্ষিকী। আইউবির অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্র সাদী মোরশেদ ২০১৪ সালের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ঢাকা মেরুল বাড্ডায় এশিয়া হাসপাতালের সামনে ফাল্গুনি বাসের চাপায় নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সড়কে সাদী মোরশেদ নিজ বাইকে হেলমেট পরিহিত অবস্থায় সিগন্যালে দাঁড়িয়ে অবস্থান করছিলেন। অতর্কিতে ফাল্গুনি বাস সাদী মোরশেদকে চাপা দিলে ড্রাইভার ও হেল্পার বাস থেকে পালিয়ে যায়। বাড্ডা থানার মামলা হওয়ার পরও সুদীর্ঘ ৯ বছরেও বাসের চালক ও হেল্পারকে আইনের আওতায় আনা যায়নি।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দিবসটিতে মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাদী মোরশেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশেনের পক্ষ থেকে বাড্ডা থানায় মামলা থাকার পরও অদ্যাবধি ঘাতক বাসের ড্রাইভার বা হেল্পারকে আইনের হাতে সোপর্দ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সাদী মোরশেদ ফাউন্ডেশেনরে সদস্য সচিব জোনায়েদ রায়হান এক বিবৃতিতে সড়কে হত্যা বন্ধে আইনের কঠিন প্রয়োগের জোর দাবি জানান।
এ উপলক্ষে বাদ ফজর মরহুম সাদী মোরশেদের চাঁদপুরস্থ তালতলা পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত। বাদ জোহর চাঁদপুর শহরের তালতলাস্থ পাটোয়ারী বাড়ির মসজিদে দোয়া ও বাদ আসর সাদী মোরশেদ ফাউন্ডেশনের ঢাকাস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।