প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০
মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুর জেলা কার্যালয়ের টহল টিম। ৩০ অক্টোবর রাত সাড়ে ৮টার সময় চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী নিশিরোড এলাকায় লঞ্চঘাটের দিকে যাওয়ার সময় ওই মাদক কারবারিকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, তার সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে তাদের একটি টীম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশিরোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইমন মিয়া (১৯)কে গ্রেফতার করে, যার পিতা-মৃত সবুজ আলী, মাতা-লিজা আক্তার, স্থায়ী সাং-কৃষ্ণপুর, চৌরাস্তা বাজার (সবুজ আলীর বাড়ি), ইউনিয়ন ২নং গামারীতলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ। পরে তার দেহ তল্লাশি করে ৬ (ছয়) কেজি গাঁজা ও ০১ (এক) বোতল বিদেশী মদ তার বহন করা ব্যাগ থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।