প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০
নতুন শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি বহালসহ নানা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থী-অভিভাবকরা। তাদের দাবি, নতুন শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি বাতিল করে শিক্ষার্থীদের বই বিমুখ এবং আরও ডিভাইসমুখী করা হচ্ছে। এ নিয়ে স্যোশাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। এছাড়া নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে অভিভাবকরা ১৫ বিষয়ে চরম আপত্তি তুলেছেন।
এই বিষয়গুলো ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা নতুন কারিকুলাম নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে তারা চায় না শিক্ষার্থীরা স্বাধীনভাবে শিখুক, চিন্তা করতে শিখুক, অনুসন্ধিৎসু হোক, মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার চর্চা করুক। ওরা চায় মগজ ধোলাইয়ের শিক্ষাই চালু থাকুক।
৩০ অক্টোবর সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার সম্পর্কে অভিভাবকসহ সংশ্লিষ্ট সব মহলকে সচেতন করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রম নিয়ে ১৫টি ভুল ও অপপ্রচারের তথ্য তুলে ধরেছেন। সূত্র : ঢাকা পোস্ট।