বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুরে সর্বাত্মক হরতাল হয়েছে : অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সলিম দাবি করেছেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোববার চাঁদপুরে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। হরতালের সময় দলের নেতা-কর্মীরা রাজপথে ছিলো। সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের পর আজ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি সোমবার চাঁদপুর কণ্ঠকে এ তথ্য জানিয়ে বলেন, পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাধার মুখেও আমাদের নেতা-কর্মীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ অবস্থান করে মিছিল ও পিকেটিং করেছে। হরতাল প্রতিরোধের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিনা উস্কানিতে আমাদের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেছে। তাদের হামলায় যুবদল নেতা ফয়সাল আহমেদ বাহার, সম্রাট বেপারী, ইউসুফ মিয়াজী, বিএনপি নেতা জাফর আহমেদ জিতুসহ আরো অনেকে আহত হয়েছেন।

হরতালের দিনে পুলিশ ফরিদগঞ্জ থেকে ৭ জনসহ বিএনপির ১৩ জন নেতা-কর্মীকে আটক করেছে। সোমবার দলীয় কার্যালয়ে বসার কারণে হাজীগঞ্জে পাঁচজন ও কচুয়া থেকে বিএনপির ৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। নতুন করে হয়রানিমূলক মামলা দেয়ার পাঁয়তারা চলছে। এছাড়া ২৮ তারিখ ঢাকার মহাসমাবেশে যোগ দেয়ায় জেলা বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দীন খান বাবুল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানসহ ফরিদগঞ্জ ও চাঁদপুরের আরো অনেক নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে। আমরা চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে পুলিশি হয়রানি, গ্রেফতার বন্ধ ও আটক নেতা-কর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

অ্যাডঃ সেলিম বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশি বাধা ও বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনে চাঁদপুরের সর্বস্তরের জনগণকে পথে নেমে আসার আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে।

হরতালের ন্যায় অবরোধ কর্মসূচির সফল বাস্তবায়নে জেলাবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অ্যাডঃ সেলিম জানান, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় বিগত ২০১০ সাল থেকে এ পর্যন্ত চাঁদপুরে বিএনপির নেতা-কর্মীদের নামে প্রায় সাড়ে ৪শ’ মামলা দায়ের করা হয়। কিছু মামলা নিষ্পত্তি হওয়ার পর এখন মামলা চলমান প্রায় ৩৬৫টি। মিথ্যা ও হয়রানিমূলক এসব মামলায় বিএনপির প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে আসামী করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়