প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যে চাঁদপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পচ্ছিন্নতা সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং ইউনিসেফ-এর সহযোগিতায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
২৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন।
সভায় বক্তারা প্রায় অভিন্ন সুরে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার আগে নিজেকে সুরক্ষা দিতে হবে। মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে বাড়ির আশপাশে এবং জলাধার-ঝোপ-জঙ্গলসহ এর প্রজনন স্থান ও আবাসস্থল নির্মূল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা গেলে আগামী বছরগুলোতে ডেঙ্গুর হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। তাই সাধারণ মানুষকে সচেতনতা কার্যক্রমের আওতায় আনতে আরো প্রচার-প্রচারণার উপর জোর দেন তারা।