প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০
ঢাকায় গতকাল ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। ২৮ অক্টোবর শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চাঁদপুরস্থ বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বলেন, আমরা রাজপথে থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো। সেই সাথে বিএনপি-জামাতের সকল অপশক্তিকে রুখে দিবো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল-হেলাল ইনু, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউছুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, কলেজে ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন, সাধারণ সম্পাদক তাসকিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।