প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০
ঢাকায় বাসার সামনে থেকে আটক চাঁদপুর জেলা যুবদলের অন্যতম সদস্য, ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপি সভাপতি ও চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজীকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২৭ অক্টোবর শুক্রবার বিকেলে তাকে ঢাকা চীফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত এ আদেশ দেন। এর আগে ২৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আফতাব নগর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তাকে বাড্ডা থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বপন মিয়াজীকে আদালতের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তার এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের পক্ষে সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। তারা স্বপন মিয়াজির এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার নিঃস্বার্থ মুক্তি দাবি করেন।