বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০

সড়কে ঝরলো দুটি তরতাজা প্রাণ
গোলাম মোস্তফা ॥

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের বেড়িবাঁধের উপরে চৌধুরী বাড়ির সম্মুখে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। গতকাল ২৭ অক্টোবর শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান ও তার কর্মচারী সোহাগ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন।

জানা যায়, গল্লাক থেকে কামতা আসার পথে চৌধুরী বাড়ির সম্মুখে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দু আরোহী মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত দুজনের স্বজনরা খবর পেয়ে হাসপাতালে এসে আহাজারি করতে থাকে।

নিহত আব্দুর রহমান ৩নং সুবিদপুর ইউনিয়নের পনিশাইর গ্রামের আবু তাহেরের ছেলে ও তার কর্মচারী সোহাগ আইটপাড়ার ইমাম হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান বাজারে গিয়ে ব্যবসায়িক টাকা নিয়ে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই আব্দুল আলিম হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন ও ফরিদগঞ্জ থানা পুলিশকে অবগত করেছেন।

হাসপাতালের কর্মরত চিকিৎসক বিপ্লব দাস বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে হাসপাতালে আনা হলে আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করি। কিন্তু উভয়ই মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়