বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০

শান্তিনগর বাজারে অশান্তির আগুন
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার উপাদী শান্তিনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৫ অক্টোবর গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে চারজন আহত হয়েছেন।

জানা যায়, ওই রাত ২টায় স্থানীয় মনু মিয়া আগুনের লেলিহান শিখা দেখতে পান। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করলে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। ফায়ার সার্ভিস আসার পূর্বেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস আসায় বাজারের অন্য দোকানগুলো রক্ষা পায়।

একাধিক ব্যবসায়ী জানান, বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস কবিরাজের ৫ লাখ টাকা, চা ও স্টেশনারি দোকান দুদু বেপারীর চার লাখ টাকা, মুদি ব্যবসায়ী শংকর সূত্রধরের সাত লাখ টাকা এবং কাপড়ের ব্যবসায়ী সুজন সূত্রধরের এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত¡না দিয়েছি। তাদের জন্যে সরকারি ও ব্যক্তিগত আর্থিক অনুদানের বিষয়ে আমার চেষ্টা থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়