বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০

পুরাণবাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার ওসমানিয়া মাদ্রাসা এলাকার নতুন রাস্তায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চিহ্নিত দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

বুধবার রাত দশটার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের তিনজন এখানে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২নং ওয়ার্ডের ধাম কামাল ও ১নং ওয়ার্ডের জহির খানের সাথে পূর্ব শত্রুতা ছিলো। সেই জেরে ওই রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। উভয়ের লোকজনের মধ্যে চলে দেশিয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা, কাচের বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ। তাদের সন্ত্রাসী হামলায় এ সময় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা ও পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সংঘর্ষে লিপ্তদের ধাওয়া করে। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ২ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত জানান, পুরাণবাজারে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ফোর্স সেখানে উপস্থিত হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়া হয়। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। আধিপত্য বিস্তার না অন্য কোনো কারণে এই সংঘর্ষ হয়েছে, সেটি আমরা তদন্ত করে দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়