প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস রশিদ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালি...রাজিউন)। তিনি গত সোমবার রাত পৌনে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকার এপোলো হসপিটালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান শিশিরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মরহুমের মরদেহ পালাখাল পাঠান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।