বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

শেখ হাসিনার সরকার ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ ঘুরে ভক্ত পূজারীদেরকে দলীয় প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও নিজের পক্ষ থেকে শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি ভক্ত পূজারীদের উদ্দেশ্য বলেন, শেখ হাসিনার সরকার ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, বর্তমান সরকারের সময়ে ধর্মীয় সংখ্যালঘুরা সঠিকভাবে ধর্মকর্ম পালন করতে পারেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও উন্নয়ন বরাদ্দ দিয়েছেন সরকার। কিন্তু আমরা দেখি, বিগত ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি-জামাত জোট সরকার দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে তাদের ধর্মীয় রীতি-নীতি আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তখন তারা জঙ্গি গোষ্ঠীর পক্ষে মদদ দিয়েছে, একসাথে সারা দেশে বোমা হামলা করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে ভক্ত পূজারীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমি এই ফরিদগঞ্জ আসন থেকে নৌকার মনোনয়ন চাই, নেত্রী আমাকে যোগ্য মনে করে নৌকা দিলে অবশ্যই আসনটি ধরে রাখতে আপনাদের সহযোগিতা নিয়ে মাঠে থাকবো এবং বিজয় নিয়ে মাঠ ছাড়বো।

এইদিন তিনি ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলী সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ, ফরিদগঞ্জ দাসপাড়া যুব সংঘ দুর্গা পূজা মণ্ডপ, ফরিদগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া, ধানুয়া দাসপাড়া পূজা মণ্ডপ, চান্দ্রাবাজার সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ, খাড়খাদিয়া শীল বাড়ি সার্বজনীন পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ভক্ত পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, ১৫নং রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন পাটওয়ারী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ গাজী, উপজেলা যুবলীগের সদস্য মুরাদ হোসেন পাটওয়ারী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক মানুনুর রহমান পাটওয়ারী, পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম পাটওয়ারী, ৫নং গুপ্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইরান মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম আখন্দ, ৬নং গুপ্টি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৫নং গুপ্টি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন কুরি, ইউনিয়ন পরিষদের সদস্য শিপন চন্দ্র দাস, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, ১৫নং রূপসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ হোসেন, ১নং বালিথুবা পঃ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, ৮নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আশ্রাফ পাটওয়ারী মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফুর রহমান মজুমদার, কাউছার হামেদ স্বপন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ১নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজহারউদ্দীন অপু, ১নং বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়