বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

শারদীয় দুর্গোৎসব বাঙালিদের মিলনমেলার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে
রেদওয়ান আহমেদ জাকির ॥

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও তা শত শত বছর ধরে বাঙালিদের মিলনমেলার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে।

তিনি বলেন, বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, কোথাও আস্থাহীনতা দেখছি না, মানুষের মধ্যে কোনো ভয়-ভীতি নেই। শেখ হাসিনা সরকারের আমলেই সকল ধর্মাবলম্বী তাদের উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। বাংলাদেশ আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আর সেই কারণেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। সম্প্রীতির বন্ধনকে দীর্ঘ করার জন্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী আজ আপনাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও থাকবে। সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন।

২১ অক্টোবর শনিবার মতলব দক্ষিণ উপজেলা সদরের শ্রীশ্রী জগন্নাথ দেব ও কলাদী হরিসভা মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের দুর্গোৎসব কমিটির সভাপতি বিজয় বণিকের সভাপতিত্বে ও গণেশ ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ-সভাপতি প্রফেসর নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন প্রমুখ।

এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল নন্দী, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি লিটন সাহা, উত্তম সরকার, সহদেব দাস, সাংবাদিক সমীর ভট্টাচার্য, বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক শংকর সাহাসহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি কলাদী শ্রী শ্রী হরিসভা মন্দির পরিদর্শন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে মতলব বাজার জগন্নাথ দেব মন্দির ও কলাদি হরিসভা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়