বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়ার সপ্রাবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলার ৭৯নং হাসিমপুর-হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনে প্রধান শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার মিজানুর রহমান ও সহ-সভাপতি মহিন পদত্যাগ করেন। পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনে সরকারি বিধি-বিধান উপেক্ষা করে প্রধান শিক্ষক তার খেয়াল খুশিমতো লিটন প্রধানকে সভাপতি ও আঃ জলিল বিএসসিকে সহ-সভাপতি নির্বাচন করে ২৮ মার্চ সোনালী ব্যাংক রহিমানগর শাখায় বিদ্যালয়ের নামে পরিচালিত সঞ্চয়ী হিসাব নম্বরে পদত্যাগকারী সভাপতি মিজানুর রহমানের স্থলে নতুন নির্বাচিত সভাপতি লিটন প্রধান হিসাব নম্বরটি পরিচালনা করার একটি রেজুলেশন দাখিল করেন ও হিসাব নম্বরে লিটন প্রধানের নাম অন্তর্ভুক্ত করান। পরের দিন ২৯ মার্চ ওই হিসাব নম্বর থেকে বিভিন্ন খাতে জমা হওয়া সরকারি বরাদ্দ ৩৪ হাজার টাকা ও ২৬ জুন ৭১ হাজার টাকা মোট ১ লক্ষ ৫ হাজার টাকা নতুন সভাপতি লিটন প্রধানের স্বাক্ষরে উত্তোলন করেন। উত্তোলনকৃত ১ লক্ষ ৫ হাজার টাকার মধ্যে স্লিপের অর্থ ছিল ৭০ হাজার টাকা। এ টাকা উত্তোলন বৈধ হয়নি বলে অভিযোগ উঠে।

রহিমানগর সোনালী ব্যাংক শাখার ম্যানেজার জহিরুল ইসলাম মজুমদার জানান, উপজেলা শিক্ষা অফিসার আমাকে কল দিয়ে জানান, উক্ত বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচনের কোনো অনুমোদন দেয়া হয়নি। নতুন কারো নাম পূর্বের সভাপতির স্থলে অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা অবৈধ নিয়মে হয়েছে। নতুন কোনো সভাপতি নামধারী ব্যক্তি বিধি অনুসারে উক্ত হিসাব নম্বর থেকে অর্থ উত্তোলনের এখতিয়ার রাখেন না। ব্যাংক ম্যানেজার তাৎক্ষণিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে উত্তোলনকৃত ১ লক্ষ ৫ হাজার টাকা জমা দিতে বললে প্রধান শিক্ষক গত ৫ আগস্ট উক্ত ১ লক্ষ ৫ হাজার টাকা উক্ত হিসাব নম্বরে পুনরায় জমা দিয়ে দেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসুল বলেন, প্রধান শিক্ষক কর্তৃক নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের বিষয়টি বৈধভাবে করা হয়নি। পদত্যাগকারী সভাপতি ও সহ-সভাপতির বিষয়ে পরবর্তী শিক্ষা কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ওই সিদ্ধান্ত মোতাবেক সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরো বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতি মিজানুর রহমান ও সহ-সভাপতি মহিন পদত্যাগ করার মূল কারণ সম্পর্কে তারা মুখ না খুললেও বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতামূলক কর্মকা-ে তারা অতিষ্ঠ হয়ে পদত্যাগ করেছেন বলে এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে। সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ে প্রধান শিক্ষক স্বচ্ছতার পরিচয় দিচ্ছেন না বলে স্থানীয়দের অভিযোগ। তারা প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অনিয়মমূলক কাজের যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এদিকে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করেননি বলে দাবি করে বলেন, সরকারি বরাদ্দের অর্থ দ্বারা আমি যথানিয়মে বিদ্যালয়ের বিভিন্ন কাজ সম্পন্ন করে যাচ্ছি। বিধি মোতাবেক সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়েছে কি-না এ বিষয়ে তিনি কিছু বলেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়