বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সেই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া ওল্ডস্কিম দাখিল মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। মাদ্রাসার সভাপতিসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে তদন্ত কমটির দায়িত্ব থাকা উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ।

এর আগে যৌন হয়রানির ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর ওই ছাত্রীর ভাই লিখিত অভিযোগ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। সে আলোকে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ ওল্ডস্কিম দাখিল মাদ্রাসায় গিয়ে তদন্ত করেন।

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ আমরা ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে করণীয় বিষয়ে চিঠি দেয়ার পর কমিটির সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ বুধবার (২০ সেপ্টেম্বর) জানান, অভিযুক্ত সুপার আবুল বাশারের বিরুদ্ধে ওই মাদ্রসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে আমরা সত্যতা পেয়েছি। মাদ্রাসার সভাপতিকে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ কারার নির্দেশ দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়