বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ২১:০৫

ফরিদগঞ্জের পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ২৬ জানুয়ারি তাফসীরুল কুরআন মাহফিল

ফরিদগঞ্জ ব্যুরো।।

বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শাহজাহান কবিরের বাবা প্রয়াত মো. ইব্রাহীম বরকন্দাজের নামে ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৬ জানুয়ারি ২০২৫)। মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এ মাহ্ফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও মেধাবী ছাত্রদেরকে পুরস্কৃত করা হবে। এ বছরের মাহ্ফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন জামিয়া ইসলামীয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার মহাপরিচালক ও উজানী দরবার শরীফের পীর আল্লামা মাহবুবে এলাহী (দা.বা.)। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বি-বাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী (দা.বা.)। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার কৃতী ছাত্র মাওলানা মুফতি ফেরদাউস আল আজাদ, ফরিদগঞ্জ বাজারের দারুননাজাত তুলাতুলী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনোয়ার হোসাইন আমিনী, পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইউসুফ আল মামুন।

মাদ্রাসার সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে এই মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. শাহজাহান কবির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়