প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৬:২৫
ফরিদগঞ্জে ফসলি জমি কেটে তৈরি হচ্ছে ঝিল, মাটি যাচ্ছে ইটভাটায়
প্রশাসনকে ফাঁকি দিতে বিকেল থেকে রাত পর্যন্ত মাটি কাটা হয়
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম ভাওয়াল গ্রামে ফসলি জমির মাটি কেটে সাবাড় করা হচ্ছে। মাছের ঝিল তৈরি করার জন্যে এই মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে আইনগতভাবে ফসলি জমির মাটি কাটায় নিষেধ থাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিতে এর সাথে জড়িতরা বিকেল থেকে গভীর রাত অবধি মাটি কাটা ও নেয়ার কাজ করছে।
|আরো খবর
জানা গেছে, পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম ভাওয়াল গ্রামের হুরের বাড়ি খ্যাত এলাকা থেকে জনৈক কাদির ভূঁইয়া ফসলি জমিতে মাছের ঝিল করতে মাটি কেটে চলছেন। প্রশাসনকে ফাঁকি দিতে এসব মাটি দিনের সময়ের পরিবর্তে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কেটে নেয়ার কাজ হচ্ছে। এসব মাটি ইটভাটায় যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলা গাড়ির শব্দে মানুষজন ঘুমাতে পারে না। এরা বিকট শব্দে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মাটি নিয়ে যাওয়ার কারণে ছোট শিশুরা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে। অভিযোগ রয়েছে, একটি মহলকে ম্যানেজ করেই চলছে এসব কাজ।
এ ব্যাপারে ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান জানান, তিনি এই বিষয়ে মাত্র জেনেছেন। তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।