বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

কচুয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ মহিউদ্দিন।।
কচুয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল
কচুয়া পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোনাজাতরত অতিথিবৃন্দ।

কচুয়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) বিকেলে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা গাজী মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার, বিএনপি নেতা তরিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি মো. শরিফুল ইসলাম জাহিদ, পৌর যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সম্পাদক জাফরুল হাসান, নারী নেত্রী শাহিনা বেগম প্রমুখ। এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়