বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে
রেদওয়ান আহমেদ জাকির ॥

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। কেননা আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। এ শিশুরাই একদিন উচ্চশিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত হবে।

তিনি বলেন, আমি ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করার পর বৃহত্তর মতলব উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

১৭ সেপ্টেম্বর রোববার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আল মাহমুদের সভাপ্রধানে ও প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, সাবেক ছাত্রলীগ নেতা মুসলিম সরকার মিশু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউছার আলম পান্না প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মতলব প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়