বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারকে আবারো সমর্থন দিন
ফরহাদ চৌধুরী ॥

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম হোসেন বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, উড়াল সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিগত ১৫ বছরে সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে সকল উন্নয়ন হয়েছে এবং এ উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীকে সমর্থন দিয়ে আবারও বিজয়ী করার আহ্বান জানান। ১৪ সেপ্টেম্বর বিকেলে কচুয়া উপজেলার রহিমানগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহিমানগর উত্তর বাজার মুন্সী টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পথসভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা গোহট দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার শাহিন।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, বাতেন সরকার, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি আমিন উদ্দীন, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান প্রধানিয়া, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, গোহট উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি চৌধুরী পলাশ প্রমুখ। গণমিছিলে ও পথসভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়