প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০
শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ সালেহ আহমেদ বিএসসি (৭৫) ইন্তেকাল করেছেন। গত রোববার রাত ৮টায় ঢাকার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মোঃ সালেহ আহমেদ বিএসসি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য, সূচীপাড়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান। সোমবার বেলা ১১টায় সূচীপাড়া-চাঁদপুর গ্রামের নিজ বাড়ির মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, সূচীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, হাবীবুর রহমান পাটোয়ারী, অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, মোঃ শাহজামাল, প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ, সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম খান, মোশারফ হোসেন পাটোয়ারী, সাবেক উপজেলা যুবলীগের সম্পাদক সফিকুল ইসলাম পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মেশকাত হোসেন বিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, সহ-সভাপতি প্রভাষক আবদুল কাদের, মরহুমের নিকটাত্মীয়গণ, সূচীপাড়া ডিগ্রি কলেজ, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।