প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ আগস্ট সকাল ৮টায় কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন। চাঁদপুর সরকারি কলেজ মাঠে সকাল ৮টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দুপুর ১টা ৩০ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ। বিকেল সাড়ে ৫টায় চাঁদপুরের বিভিন্ন মসজিদ মিলাদ ও দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। সকল কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে করা হইবে।
উক্ত কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্যে বিশেষ অনুরোধ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল। জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না স্বাক্ষরিত এক পত্রে উক্ত কর্মসূচি জানানো হয়।