মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০

জেলা প্রশাসনের কর্মসূচি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি আজ অনুষ্ঠিত হবে।

জাতীয় শোক দিবসের কার্যক্রম আজ ১৫ আগস্ট সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে। সরকারি-বেসরকরি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জেলা প্রশাসনের আয়োজন শুরু হবে চাঁদপুর সরকারি কলেজ মাঠে। কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে শোক দিবসের কর্মসূচি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ ৩ জন স্বাস্থ্যবিধি মেনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ঐ চত্বরে পুলিশ আনসার ছাড়াও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কলেজের বিএনসিসি ও রোবার স্কাউট সদস্যরাও থাকবে । এছাড়া আজ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা যুবকদের মাঝে বিতরণ করা হবে। শহরের লেকের পাড়ে গাছ লাগানো হবে । এই দুটি প্রতিষ্ঠানের কর্মসূচিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ নেবেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে ভার্চুয়ালি আলোচনা ও প্রতিযোগিতার আয়োজন করে দিনটি উদ্যাপন করবেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন এবং ব্যক্তি বা সমষ্টিগত উদ্যোগে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করবে। উপজেলাগুলোতেও একই আদলে কর্মসূচি হবে। ১৫ আগস্ট সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১৫ আগস্টের নির্মম ঘটনা নিয়ে নাটক ‘৩২ জানালা’ মঞ্চস্থ হবে।

এছাড়া চাঁদপুর জেলায় যাদের প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হয়েছে, সেসব মানুষদের আজ খাদ্য সহায়তা দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়