প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০
মন্ত্রীর হাত দিয়ে ২০১৫ সালের গ্র্যাচুয়েটির অর্থ প্রদান
চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির হাত দিয়ে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ২০১৫ সালের গ্র্যাচুয়েটির টাকা প্রদান করা হয়। যার পরিমাণ ৩৪ লাখ টাকা। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এই অর্থ প্রদান করা হয়।
|আরো খবর
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুয়েটি বকেয়া ছিলো। বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েল দায়িত্ব নেয়ার পর ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৮ বছরের বকেয়া পরিশোধ করেন। যার পরিমাণ ২ কোটি টাকার উপরে।