মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

কারাগারে নারী হাজতির মৃত্যু
মিজানুর রহমান ॥

জ্বর-শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে উম্মে হাছিনা (৪১) নামে জেলা কারাগারের এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাসিনা কচুয়া উপজেলার তুলাতুলি গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের স্ত্রী।

গতকাল ১২ আগস্ট বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ আগে জেলা কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী হাজতিকে চিকিৎসার জন্যে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আরএমও ও করোনাবিষয়ক ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল চাঁদপুর কণ্ঠকে জানান, হাসপাতালে আনার পর তাকে জরুরি চিকিৎসা দেয়া হয়। কিছুক্ষণ পর ওই নারী মারা যান। তার করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে মৃতের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্যে কারারক্ষী পাহারায় মৃতদেহ হাসপাতালে রাখা ছিলো।

কারাগার সূত্রে জানা গেছে, কচুয়া থানার পৃথক দুটি মাদক মামলায় উম্মে হাছিনা চৌদ্দ মাস যাবৎ কারাগারের নারী সেলে বন্দি ছিলেন। জ্বরসহ অন্য রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে আসা হয়।

ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

এদিকে একটি সূত্রে জানা গেছে, কারাগারে বর্তমানে ৭৪১ জন বন্দি রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭১৫ জন এবং মহিলা ২৬ জন। বর্তমান করোনা পরিস্থিতিতে কারাগারে অনেক বন্দি অসুস্থাবস্থায় জীবনযাপন করলেও তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত। একেবারে মুমূর্মূ অবস্থা যখন হয় তখন হাজতি বা কয়েদীকে হাসপাতালে আনা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়