মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী জহিরুল হক নিহত
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

চাঁদপুর জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল হক (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সানন্দকড়া ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তিনি কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা গ্রামের অধিবাসী মৃত আব্দুল মজিদের পুত্র।

স্থানীয় অধিবাসী আরিফ হোসেন জানান, সকাল ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সানন্দকড়া ব্রীজের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক প্রকৌশলী জহিরুল হককে ধাক্কা দেয়। ধাক্কার ফলে মারাত্মক আহত অবস্থায় দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মডার্ন হাসপাতালে ভর্তি করায়। দুপুর ১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত জহিরুল হক কচুয়া উপজেলা প্রকৌশলী হিসেবে ২০০১-২০০৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি জীবদ্দশায় তার পিতা মরহুম আঃ মজিদের নামে একটি মডেল স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়া তিনি এলাকার মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় কাজের সাথে জড়িত ছিলেন।

প্রকৌশলী জহিরুল হককে বাদ মাগরিব তার পিতার নামে প্রতিষ্ঠিত আঃ মজিদ মডেল স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় জহিরুল হকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। কারো কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়