বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০

হাজীগঞ্জ ও কচুয়ায় ৭ গরু চোর গ্রেফতার
মোহাম্মদ মহিউদ্দিন ॥

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের জয়শরা গ্রামের তালুকদার বাড়িতে গত ৫ জুলাই গরু চুরির সময় স্থানীয়রা চার চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে : মতলব দক্ষিণ গাবুয়া হাজী বাড়ির হারুনুর রশিদের পুত্র মোঃ শরীফ হোসেন (২৬), হাজীগঞ্জ উপজেলা মকিমাবাদ গ্রামের মৃত রেনু মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৪৫), তার পুত্র শাকিব (২০) ও চান্দিনা উপজেলার সুরিখোলা গ্রামের মিন্টু মিয়ার পুত্র সজিব (২৬)। আটককৃতদেরকে ৩৮০/৫১১ পেনাল কোড মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আসামী শরীফ হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।

জবানবন্দীতে জানায়, হাজীগঞ্জ উপজেলার এরশাদ, কচুয়ার বিতারা গ্রামের রাসেল, তেতৈয়া গ্রামের লিটনসহ তারা কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গরু চুরি করতো। গরু চুরির সাথে অপর যে সকল গরু চোর ছিল তাদের নাম ঠিকানা উল্লেখ করে।

শরীফের জবানবন্দী অনুসারে হাজীগঞ্জ থানা পুলিশ গত ৯ জুলাই গরু চোর এরশাদকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করে। কচুয়া থানার পুলিশ উপজেলার বিতারা গ্রামের আঃ হামিদের পুত্র রাসেল মিয়া (৩৮)কে ৭ আগস্ট ও তেতৈয়া খন্দকার বাড়ির আনোয়ার হোসেনের পুত্র লিটন মিয়া (৩৪)কে গত ৯ আগস্ট গ্রেফতার করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃত আসামী লিটন ১৬৪ ধারায় গরু চুরির সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করে জবানবন্দী প্রদান করে। তারা বিভিন্ন সময় হাজীগঞ্জ, কচুয়া উপজেলায় গোয়ালঘর হতে গরু চুরি করে বিতারা গ্রামের রাসেলসহ অন্য পলাতক আসামীদের হেফাজতে রেখে পিকআপ ভ্যান দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতো।

কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, গরু চোর চক্রের মূলহোতা রাসেলসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়