প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০
৯ আগস্ট সোমবার চাঁদপুর জেলায় ৬১১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০ শতাংশ। আর এদিন জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ৬৫০ জন করোনা পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। যা এখন পর্যন্ত চাঁদপুরে একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক সুস্থ হওয়ার রেকর্ড। এছাড়া এদিন জেলা সদর হাসপাতালে করোনা পজিটিভ রোগী তিনজন মারা গেছেন। এরা হচ্ছেন ফরিদগঞ্জের রূপসা গ্রামের মনোয়ারা বেগম (৭০), শাহরাস্তির দেবকড়া গ্রামের আব্দুর রব (৮০) ও চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী গ্রামের সাজেদা বেগম (৫৫)। এই তিনজনসহ মোট মৃত্যু সংখ্যা হলো ১৯৯ জন। নতুন শনাক্ত ১৮৫ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হলো : চাঁদপুর সদর ৩৭, মতলব উত্তর ২২, হাইমচর ২৭, মতলব দক্ষিণ ২৫, ফরিদগঞ্জ ১১, হাজীগঞ্জ ১৭, কচুয়া ৩৫ ও শাহরাস্তিতে ১১ জন।
নতুন আক্রান্ত ১৮৫ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১২ হাজার ৪শ’ ৪৩ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৪শ’ ৭২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৭শ’ ৭২ জন। এদিকে সোমবার চাঁদপুরে ৬৫০ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একদিনে এতো সংখ্যক রোগী সুস্থ হওয়া চাঁদপুরে এই প্রথম।
এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ আগস্ট সোমবার রাত ৯টা থেকে গতকাল ১০ আগস্ট দুপুর সোয়া ১টা পর্যন্ত এই ১৬ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এদের মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল। বাকি দুজন ছিলেন করোনা সাসপেক্টেড। যারা মারা গেছেন তারা হলেন : চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদী গ্রামের দেলোয়ার হোসেন (৫৪), ফরিদগঞ্জের চান্দ্রা বাজার এলাকার মজিবুর রহমান (৫০), চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকার নূরজাহান (৬৫), মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট দিঘলদী গ্রামের সাফিয়া বেগম (৭৫), চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামের মাজেদা বেগম (৬৪) এবং হাইমচর আলগী বাজার চরকৃষ্ণপুর গ্রামের রওশন আরা (৫৫)। এদের মধ্যে নূরজাহান, সাফিয়া বেগম, মাজেদা বেগম ও রওশন আরা করোনা পজিটিভ ছিলেন।