বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে স্কুলছাত্রীর আত্মহনন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

সোমবার (৯ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশ সুমাইয়া আক্তার আনিকা (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়া সুমাইয়া উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাহেবগঞ্জ গ্রামের সৌদি প্রবাসী বোরহান উদ্দিন ভূঁইয়ার মেয়ে। সে ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।

সুমাইয়ার মা রাবেয়া বেগম জানান, সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় সুমাইয়াকে বাড়িতে রেখে আমরা বাজারে গিয়েছি। দুপুরের দিকে বাড়িতে এসে সুমাইয়াকে ডাকতে গিয়ে দেখি, ভেতর থেকে দরজা বন্ধ। মেয়েটির কোনো সাড়া-শব্দ নেই। পরে বাইরে থেকে জানালায় উঁকি দিলে দেখা যায় মেয়েটি ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।

স্থানীয়রা জানায়, পাকা বিল্ডিংয়ের ঘরের ভেতরে সিলিং ফ্যানের ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা গেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

থানার এসআই নূরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুরমর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়