প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০০:০০
দেশের বিভিন্ন পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা পদায়ন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ৮ আগস্ট রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রথম শ্রেণির চারটি পৌরসভায় সিইও পদায়ন করা হয়েছে। পৌরসভাগুলো হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, ভৈরব ও বেনাপোল পৌরসভা।
চট্টগ্রামের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইনামুল হাছানকে হাজীগঞ্জ পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রদান করা হয়। রোববার রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খান এ আদেশ জারি করেন।
মোহাম্মদ ইনামুল হাছান ৩৫তম বিসিএস প্রশাসনের ক্যাডারভুক্ত হন। তার বাড়ি ফেনী বলে জানা যায়।
মোহাম্মদ ইনামুল হাছান চাঁদপুর কণ্ঠকে বলেন, আমার বদলির প্রজ্ঞাপন হয়েছে দেখেছি। তবে কবে নাগাদ হাজীগঞ্জ পৌরসভায় যোগ দেই তা এখনো বলতে পারছি না।