প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ০০:০০
গত ক’দিন ধরে টানা বৃষ্টিতে চারদিকে বর্ষার পানি থৈ থৈ করছে। ছোট ছোট মাছের দেখা মিলতে শুরু করেছে সর্বত্র। অসাধু এক শ্রেণীর মৎসজীবী নিষিদ্ধ ভেসাল জাল টানিয়ে এসব ছোট মাছ ধরা শুরু করেছে। এভাবে ছোট মাছ ধরা অব্যাহত থাকলে উন্মুক্ত জলাশয়ে আসা মাছগুলো বিলুপ্ত হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই ভেসাল জাল অপসারণ না করলে অন্য সকল বিলুপ্ত দেশীয় প্রজাতির মাছের মতো ছোট মাছগুলোও অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। হাজীগঞ্জের দেবপুর-রাজারগাঁও সড়কের শ্রীপুর এলাকা থেকে ভেসাল জালের ছবিটি তুলেছেন চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল