বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০

আমরা সামনে এগিয়ে যাবোই, যতোই প্রতিবন্ধকতা আসুক আমরা জয় করবো
মিজানুর রহমান ॥

চাঁদপুর সদর উপজেলার ৪০টি স্কুলের ২৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল ৫ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণের আয়োজন করে চাঁদপুর সদর উপজেলা পরিসংখ্যান অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, না খেয়ে মারা যাচ্ছে এমন লোক নেই। দেশের এতো উন্নয়ন-অগ্রগতি-শান্তি-শৃঙ্খলায় এগিয়ে যাওয়ার পেছনে আমাদের একজন সঠিক নেতা আছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যিনি সঠিকভাবে আমাদের দেশ পরিচালনা করছেন। সেজন্যে আমাদের দেশে এতো উন্নয়ন হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রীর উপহার এ ট্যাবগুলো আমাদের শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত শিক্ষায় ব্যবহার করতে পারবে। আমাদের শিক্ষার্থীদের সবসময় মনে রাখতে হবে, আমরা বীরের জাতি। আমরা সামনে এগিয়ে যাবোই। যতোই প্রতিবন্ধকতা আসুক আমরা জয় করবো। আমরা জয়ী হবো। আমরা এগিয়ে যাবো। আর যাঁদের কারণে আমাদের এ স্বাধীনতা তাঁদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় থাকবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিসংখান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান জানান, ২০২২ সালে ডিজিটাল জনশুমারিতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ৪০টি স্কুলের ২৪০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। আর জেলার ৮টি উপজেলার ২৭৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১ হাজার ৬শ’ ৭৪ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়