বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০

গজারিয়া-মতলব সেতু নির্মাণ স্থল পরিদর্শনে পরামর্শক দল
মাহবুব আলম লাভলু ॥

চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরবাসীর প্রাণের দাবি গজারিয়া-মতলব সেতুর বাস্তবায়ন। সেতুটি নির্মিত হলে এই তিন জেলার সাথে রাজধানীর দ্রুত সড়ক যোগাযোগের উন্নতি হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেতু মন্ত্রণালয়।

গজারিয়ার চর কালীপুর থেকে মতলব উত্তরের জামালপুর গ্রামের মধ্যে সেতু বাস্তবায়নের জন্যে ৭ আগস্ট শনিবার সকাল ১১টার সময় সেতু মন্ত্রণালয়ের পরামর্শক দল সরেজমিন পরিদর্শন করেন।

বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের পরামর্শক দলের মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর কালীপুর চৌধুরী বাড়ির কৃতী সন্তান ভিখারুদ্দৌলা চৌধুরী (উপসচিব, সেতু মন্ত্রণালয়), মোঃ তোফাজ্জল হোসেন (প্রকল্প পরিচালক, সড়ক ও সেতু বিভাগ), মোঃ আবুল হোসেন (প্রধান প্রকৌশলী, সেতু বিভাগ), মোঃ মনিরুজ্জামান (নির্বাহী পরিচালক, পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগ), মোঃ ওয়াহিদুজ্জামান (উপ-প্রকল্প পরিচালক, সেতু বিভাগ), সাইফুর রহমান (প্রকল্প ইঞ্জিনিয়ার, সেতু বিভাগ), মোঃ আতিকুর রহমান (নির্বাহী পরিচালক, চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ), উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান (মতলব উত্তর), আফরোজা হাবিব শাপলা (সহকারী কমিশনার-ভূমি, মতলব উত্তর), রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী (চেয়ারম্যান, মতলব উত্তর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড), একেএম শরীফ উল্লাহ সরকার (চেয়ারম্যান, ষাটনল ইউনিয়ন পরিষদ), সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল (সাংগঠনিক সম্পাদক, মতলব উত্তর উপজেলা যুবলীগ) ও মফিজুর রহমান চৌধুরী ভুলন (সহ-সভাপতি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ)। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়